শিরোনাম
২৩ অক্টোবর, ২০২০ ১৪:১৫

পঞ্চগড়ে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু

পঞ্চগড়ে বাত ব্যথা ও হাড় ক্ষয় রোধে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে 'জাগ্রত তেঁতুলিয়া' নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও নিউজিল্যান্ড ডেইরির সহযোগীতায় এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। 

হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুর্দশন কুমার রায়, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুলইসলাম, নিউজিল্যান্ড ডেইরি ও সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রেবেকা সুলতানা ও পঞ্চগড় প্রেস ক্লাবের  সভাপতি সফিকুল আলম, জাগ্রত তেঁতুলিয়ার অন্যতম সদস্য এ্যাডভোকেট আহসান হাবীব সরকার। 

জানা গেছে, জেলার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার ৪টি ভেন্যুতে ৬ দিনব্যাপি এই হেলথ ক্যাম্প চলবে। হেলথ ক্যাম্পে বিনামূল্যে পরীক্ষানিরীক্ষা করে রোগীদের রোগ চিহ্ণিত করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রায় সহস্রাধিক রোগী বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাবেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর