২৪ অক্টোবর, ২০২০ ১৭:১১

'অশুভ শক্তিকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

দিনাজপুর প্রতিনিধি

'অশুভ শক্তিকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, করোনার এই মহামারিতেও দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে নেই। ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেয়া হয়েছে। পরীক্ষাও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেনি সকল স্তরের উন্নয়ন এগিয়ে নিয়ে গেছে করোনার মধ্যেও। জীবন মান উন্নত করেছে। 

তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, কোন অশুভ শক্তি দুর্গাপূজায় যেন বাধা সৃষ্টি করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। এদেশ সকল ধর্মের মানুষের দেশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। অশুভ শক্তিকে পরাজিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৭৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ৮০ লাখ টাকা ব্যয়ে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫ লাখ টাকা ব্যয়ে বলতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫ লাখ টাকা ব্যয়ে ৩নং ফাজিলপুর ইউনিয়নের পারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩নং ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। 

এরপর দিনাজপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ মোজাফর হোসেন, সদর উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর