২৬ অক্টোবর, ২০২০ ২০:৪৩

খাগড়াছড়িতে ৬৫ পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ৬৫ পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন

সংগৃহীত ছবি

খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার ৬৫টি পূজামণ্ডপের প্রতিমাগুলোকে সোমবার বিসর্জন দেওয়া হয়েছে। স্ব স্ব উপজেলার নদীতে সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী প্রতিমাগুলো বিসর্জন দেন। 

খাগড়াছড়ি পৌর শহরের প্রতিমাগুলো বটতলী এলাকার চেঙ্গী নদীতে বিসর্জন দেওয়া হয়। এর আগে ট্রাকে করে প্রতিমাগুলো নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নদীতে নিয়ে যাওয়া হয়। বিজয়া দশমীর শেষ দিনে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী, জেলা প্রসাশক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পৌর মেয়র মো. রফিকুল আলম পৌর শহরের পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন।  

তখন তারা সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবারের পূজা মণ্ডপগুলোতে করোনা পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 
 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর