২৮ অক্টোবর, ২০২০ ১৩:১৯

ইসলাম অবমাননায় নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি:

ইসলাম অবমাননায় নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (স.)কে অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার (২৮ অক্টো) সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনা শহরের বড় বাজার জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত যুব আন্দোলন। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা ছাড়াও বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অংশ নেন। 

এসময় ফ্রান্সের পতাকা পুড়িয়ে ফেলে বিক্ষুব্ধরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আখড়ার মোড় হয়ে ছোট বাজার দিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি মোক্তারপাড়া জামে মসজিদে গিয়ে শেষ করে সেখানেও তারা সমাবেশ করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবুল কাশেম, মোস্তফা জিহাদী, হাফেজ আব্দুল মোতালেব, খেলাফত আন্দোলনের যুব নেতা গাজী আব্দুর রহিম, ছাত্রনেতা মিজানুর রহমান, ফাহিম রহমান খান পাঠান, এজহারুল ইসলাম প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর