৩০ অক্টোবর, ২০২০ ২১:৪০

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরে র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে 
দিনাজপুরে র‌্যালি

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামি র‌্যালি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। শুক্রবার ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন কমিটি শহরের মুন্সিপাড়াস্থ একাডেমি স্কুল প্রাঙ্গন হতে এ জাশনে জুলুশ ইসলামি র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি স্কুল প্রাঙ্গণে শেষ হয়। পরে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালিতে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদ জানানো হয়। 

আলোচনা সভায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক বিশ্ব ইসলামিক চিন্তাবিদ আওলাদে রাসুল ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী। বিশিষ্ট সমাজসেবক মো. শফিউল্লাহ খান শুক্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এসএম খোশনুদ আলম, দিনাজপুর জেলা পরিষদের সদস্য সাবেক পৌর কাউন্সিলর ফয়সল হাবীব সুমন, সাবেক পৌর কমিশনার মো. হারুন-উর-রশিদ রাজা, সমাজসেবক মো. ইদ্রিস আলী ঈদনসহ মুসল্লিবৃন্দ। 

এছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক। 
শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক বিশ্ব ইসলামিক চিন্তাবিদ আওলাদে রাসুল ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী। অপরদিকে নিউ বেস্ট কোয়ালিটি ডায়াগনস্টিক কমপ্লেক্সের সহযোগিতা ও ড্রিম লাইফ এসোসিয়েশনের আয়োজনে একাডেমি স্কুল মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ড্রিম লাইফ এসোসিয়েশনের উপদেষ্টা ইদি আমীন ফ্রান্সিসসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।  

বিডি প্রতিদিন/আল আমীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর