'মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র' এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশিং ডে উপলক্ষে শনিবার বেলা ১০টায় থানা পুলিশ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন থানার ওসি মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কমিউনিটি পুলিশ উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, প্রেস ক্লাব সভাপিত মেহেদী হাসান লিপন ও চেয়ারম্যান মাহমুদ আলী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ