ফরিদপুরের চরভদ্রাসনে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা।
উপ-পরিদর্শক কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াছেল শিকদার,বীর মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান,আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা,যুবলীগের সভাপতি মোরাদ প্রমুখ।
বক্তারা কমিউনিটি পুলিশিংয়ের কাজকে স্বার্থক করে তোলার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম