৩১ অক্টোবর, ২০২০ ১৭:৫১

নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

লাকসাম প্রতিনিধি

নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কুমিল্লার নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা হলরুমে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আবদুল মালেক, চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, আবুল কাশেম, ইকবাল বাহার, মশিউর রহমান সুমন ও জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই আনোয়ার হোসেন খন্দকার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ছাদেক হোসেন।
  
বক্তারা তাদের বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে রোধসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দূরীকরণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। আলোচনা সভার পূর্বে নাঙ্গলকোট থানা প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর