বগুড়ার সোনাতলা পৌরসভায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমনকি দলবদ্ধ ভাবে কুকুর ঘুরে বেড়ানোর ফলে পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। দিনে রাতে দলবদ্ধভাবে কুকুরগুলো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কুকুরে হিংস্রতা বৃদ্ধি পাওয়ার কারণে অনেক এলাকায় কুকুর থেকে ভয় পাচ্ছে নারী শিশুরা। গত কয়েক বছর ধরে সরকারী নির্দেশনায় কুকুর নিধন না করায় ওই পৌর এলাকায় দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলা সদরের সামনে এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের সামনে আম বাগানের মধ্যে ১০/১২টি কুকুর একত্রিত হয়ে ঘোরাফেরা করছিল। এ সময় ওই আম বাগানের পাশ দিয়ে যাওয়া উপজেলা পরিষদের সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারীদেরকে কুকুর ধাওয়া করে। এমন ঘটনা ঘটেছে আরো কয়েকটি এলাকায়।
এ বিষয়ে স্থানীয় পৌরবাসী জানান, কখনও কখনও বেওয়ারিশ কুকুরের ধাওয়া খেয়ে পথচারীদেরকে গুরুতর আহত হতে হচ্ছে। আবার ২/১টি পাগলা কুকুরের কামড়ে মানুষকে অকালে প্রাণ হারাতে হচ্ছে।
এ বিষয়ে বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারীভাবে কুকুর নিধনের উপর নিষেধাজ্ঞা থাকায় কুকুরের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।
বিডি প্রতিদিন/হিমেল