মুন্সীগঞ্জের লৌহজং থানা প্রাঙ্গনে শনিবার দুপুর ১২টার দিকে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।
এতে সভাপতিত্ব করেন অফিসার্স ইনচার্জ, লৌহজং থানা মোঃ আলমগীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, লৌহজং থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, মুন্সিগঞ্জ জেলা পুলিশ কমিউনিটি এর সদস্য বি এম শোয়েব, লৌহজং থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন