২২ নভেম্বর, ২০২০ ১৯:১০

দুপচাঁচিয়ায় ৩০৮০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুপচাঁচিয়ায় ৩০৮০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দুপচাঁচিয়া উপজেলায় প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩ হাজার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে এক বিরতণী সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, ভ্যাটেনারি সার্জন মাহবুব হাসান চৌধুরী সহ প্রমুখ। 

উল্লেখ্য, কোভিট-১৯ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচিতে উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৬ ধরনের এই বীজ ও সার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মামুন হোসেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর