প্রায় দেড় যুগ পর আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে স্থাপন করা হয়েছে নৌকা আকৃতির বিশাল মঞ্চ।
ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুরাদ কবিরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত রয়েছেন মির্জা আজম এমপি, মেহের আফরোজ চুমকি, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন সবুজ এমপি, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইতিমধ্যে বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ নেতাকর্মীদের কানায় কানায় ভরে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        