১ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৪

চকরিয়ায় হরিণের মাংস বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় হরিণের মাংস বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় হরিণের মাংস বিক্রি ও বহন করার দায়ে নেপাল ধর (৪০) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালুমঘাট গুলিস্থান বাজার এলাকা থেকে হরিণের মাংস বিক্রির সময় নেপালকে আটক করে ফাঁসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা।

এ দিন বিকালে নেপাল ধরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের কাছে উপস্থাপন করা হলে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দ হওয়া মাংস স্থানীয় একটি এতিমখানায় দেয়া হয়েছে। 
নেপাল পার্বত্য উপজেলা লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের পূর্ব হায়দারনাশি গ্রামের ভোলা কান্তি ধরের ছেলে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর