যৌতুকের টাকা না পেয়ে নোয়াখালীর সেনবাগের বীজবাগ গ্রামের যৌতুক লোভী স্বামী বেলাল হোসেন তার স্ত্রীকে (৫০) গলা কেটে হত্যার চেষ্টা করেছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার দুপুরে হাসপাতালের বারান্দায় গৃহবধূ ও তার স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী ধাপে ধাপে প্রায় ৪ লক্ষ টাকা নেয়। গত ৩০ নভেম্বর পুনরায় টাকার জন্য চাপ দিলে গৃহবধূ বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় স্বামী বেলাল ক্ষিপ্ত তার স্ত্রীকে দা দিয়ে গলায় কুপিয়ে হত্যার চেষ্টা করে।
একপর্যায়ে মেয়ে আয়েশা আক্তার এগিয়ে এসে বাবার সাথে ধস্তাধস্তি মাকে প্রাণে রক্ষা করেন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তাদের সংসারে দুই ছেলে দুই মেয়ে রয়েছে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে বেড়াচ্ছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর