নেত্রকোনার কলমাকান্দায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযোগ ওঠা যুবকের বয়স ২২ বছর। ওই যুবক ও শিশুটি আপন চাচাতো ভাই-বোন।
শুক্রবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা বলেন, ২৯ নভেম্বর সন্ধ্যায় আমার মেয়েকে খেলার কথা বলে বাড়ির পাশে একটি পতিত জমিতে ডেকে নিয়ে যায় ওই যুবক। সেখানে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে রাতে বাড়িতে এলে মেয়ে আমাকে বলে, ভাইয়া তাকে ব্যথা দিয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, শিশুটির মা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। আমরা অভিযুক্তকে আটক করেছি। তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন