বরিশাল নগরীর বান্দ রোডের শিশুপার্ক এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী গুরুতর আহত হন। আজ রবিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনায় নিহত আমেনা বেগম (৪৫) নগরীর সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে বান্দ রোড হয়ে লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রমকালে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টো তিন যাত্রী আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত আমেনা বেগমকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ফরিদ সিকদার বলেন, তার স্ত্রী বাসা থেকে রওনা হয়ে পোর্টরোডে এক স্বজনের বাসায় যাচ্ছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনায় সে নিহত হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই নারীর মরদেহ মেডিকেলের লাশ ঘরে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর