নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে মহান বিজয় দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছে অনাথালয়ের শিক্ষার্থীরা। বুধবার উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চণ্ডিগড় মানব কল্যানকামী অনাথালয়ের (নয়নযোগী আশ্রম) শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ঔষধ, শীতবস্ত্র বিতরণ মাস্ক বিতরণ করা হয়েছে।
লিডারশীপ ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সহায়তায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রোটারিয়ান আতাউর রহমান আখিরের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক ডা: লুৎফুন নাহান নোভা, ডা: গোলাম মোস্তফা রাব্বি ও ডা: মহসিনা আক্তার মায়া চিকিৎসা সহায়তা দেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অনাথালয়ের শিশু-কিশোরসহ স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা নিয়েছেন। সেবার্থীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়েছে। পরে মেডিকেল ক্যাম্প শেষে অনাথালয়ের শিক্ষার্থীসহ আশপাশের গ্রামের শতাধিক বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র ও মাক্স বিতরণ করা হয়।
এদিকে প্রত্যন্ত অঞ্চলগুলোর বাজারে নিয়মিত চিকিৎসক ও হাতের নাগালে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় অনেকেই অসুস্থ হলে বাড়িতে থেকেই ভুগেন। কিন্তু আজ এই সেবা পেয়ে তারাও অত্যন্ত খুশি এবং আনন্দিত।
তারা দাবী তোলেন যদি নিয়মিত গ্রামগুলোতে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্প করানোর। তাহলে অল্পতেই যেকোনো অসুখ থেকে মুক্তির পাশাপাশি অধিক অর্থ খরচের হাত থেকে বাঁচবেন গ্রামের অসহায় মানুষেরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার