বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশ যখন সামাজিক-অর্থনৈতিকসহ নানা ক্ষেত্রে সাফল্য নিয়ে এগিয়ে চলেছে সেই মুহুর্তে একটি চিহ্নিত চক্র দেশ বিরোধী চক্রান্তে মেতে উঠেছে। মৌলবাদী-সাম্প্রদায়িক এই চক্র দেশকে পেছনে টেনে নিয়ে যেতে তৎপরতা চালাচ্ছে।
আজ বুধবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এসময় তারা আরও বলেন, ওই চক্রটি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখিয়েছে। দেশব্যাপী তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতা করার দুঃসাহস চালাচ্ছে। অথচ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন এই দেশের সাংবিধানিক নীতিই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ধর্মীয় উগ্রতা ছড়িয়ে দেওয়া এই সাম্প্রদায়িক শক্তিকে যেকোন মূল্যে মোকাবেলা করতে হবে। মহান বিজয় দিবসে এটাই মুক্তিযুদ্ধের চেতনার শক্তির অঙ্গীকার।
বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বিইউজের নির্বাহী সদস্য কমলেশ মোহন্ত সানু, সাজেদুর রহমান সিজু, শফিউল আযম কমল, আসাফ উদ দৌলা ডিউক, ফরহাদুজ্জামান শাহী, মেহেরুল সুজন, গৌরব চন্দ্র দাস, খায়রুল আহসান প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকালে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ