সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে কুড়িগ্রামের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকলের অংশগ্রহণে এ উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা নুর বখত।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শেষে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলীসহ অন্যান্য সদস্যগণ ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ