গাজীপুরের শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার মহান বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সকাল সাড়ে ৭টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্মৃতিসৌধ-৭১ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। পরে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নেতৃত্বে একটি শোভাযাত্রা শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় শ্রীপুর প্রেসক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সদস্যরা শোভাযাত্রায় যোগ দেন। সকাল সাড়ে ৯টায় শ্রীপুর প্রেসক্লাব মাঠে এসে শোভাযাত্রাসহ কর্মসূচির সমাপ্তি ঘটে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান প্রমুখ।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেইলি স্টার’র সাংবাদিক প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক’র সাংবাদিক কাজী আকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ।
বিডি প্রতিদিন/এমআই