বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবার উদ্যোক্তা মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে সেবা’র আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি ও সেবার অন্যতম সংগঠক মাহফুজার রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই