চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ বুধবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, প্রেসক্লাব, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৬টায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান খানের নেতৃত্বে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা বিএনপি, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, পাউবো’র নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ