মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 'মহান বিজয় দিবস-২০২০' এর কর্মসুচি শুরু হয়। এই উপলক্ষ্যে সকাল ১০ টায় ফেসবুকে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ মিলনায়তনে সাহিত্য ও সংস্কৃতি কলেজ কমিটির আহ্বায়ক ড. মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ