পটুয়াখালী জেলায় প্রথম স্বাধীনতার লাল সবুজের পতাকা উত্তোলনকারী ও যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আলতাফ হায়দারের (৮৩) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল ৪টায় মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার দেউলী গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভোররাতে পাক হানাদার বাহিনী পরাস্ত হয়ে পালিয়ে যাওয়ার পর ৮ ডিসেম্বর সকালে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আলতাফ হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলার পতাকা ওড়ায়।
সাহসীকতার সাথে যুদ্ধে নেতৃত্ব দিয়ে সেক্টর কমান্ডারের কাছ থেকে তিনি 'হায়দার' উপাধি পেয়েছিলেন। তখন থেকেই আলতাফ হোসেন সকলের কাছে পরিচিতি লাভ করেন আলতাফ হায়দার হিসেবে।
বিডি প্রতিদিন/এমআই