দিনাজপুরে হিলির হাকিমপুর পৌরসভায় মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধাবর দুপুরে হাকিমপুরের বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌরসভার আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ৬ নম্বর ওয়ার্ড শাপলা ক্লাবকে ২ রানে হারিয়ে বিজয়ী হন ৪ নম্বর লালমাটিয়া স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। আলোচনা সভা শেষে খেলায় রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে কাপ ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম মুরাদের বড় ভাই ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই