বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার ভোরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম ও হাইওয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা এমপি, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান,মহানগর মহিলা লীগের সভাপতি সাইফুন্নাহার মিতা ও সাধারণ সম্পাদক আইরীন আহমেদ প্রমুখ মডার্ন কমিউনিটি সেন্টার এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত প্রমুখ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার,জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউল আহমেদ বাবুল এসময় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার