ময়মনসিংহের হালুয়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।
এ উপলক্ষে বুধবার সকালে পৌর শহরের উত্তর বাজার থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেলের নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মো. সাকের উল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মার্শাল চিরান, প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন, সাবেক শিক্ষক মোফাজ্জল হোসেন, ডা. রুহুল আমীন ফকির, আনোয়ার মেম্বার, যুবদল নেতা তরিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান, ছাত্রদল নেতা, রেফাজ, লাভিন, হীরা, দেলোয়ার, মাহমুদুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন