গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গীর সিলমুন এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান ও মুক্তিযোদ্ধা মো. ইশাহাক প্রমুখ।
অপরদিকে, মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি জালাল উদ্দিন মাস্টার, নেত্রকোনা জেলা কল্যাণ সমিতি, পাইলট স্কুল অ্যান্ড গালর্স কলেজ অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সিরাজ উদ্দিন বিদ্যা নিকেতনের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের নেতৃত্বে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই