৮ বছরেও বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় ধরে একই নেতৃত্ব থাকায় অনেক কর্মীই হতাশ হয়ে পড়েছেন। দলকে আধুনিক, রাজনৈতিক কর্মমুখী ও আরো শক্তিশালী হিসেবে গড়তে তুলতে তৃণমূল নেতৃবৃন্দ নেতৃত্বের পরিবর্তন চেয়েছে।
জানা যায়, ২০১২ সালের ২২ ডিসেম্বর সর্বশেষ বগুড়া জেলার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পু সভাপতি ও মাহবুবুল আলম বুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ওই উপজেলায় দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। ফলে দির্ঘদিন ধরে একই নেতৃত্ব চলছে উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম। দলীয় নেতৃবৃন্দ কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন চায় বলে দলের ভেতরে গুঞ্জন শুরু হয়েছে। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তরুণ ও ত্যাগী নেতাদের নেতৃত্বের অপেক্ষার প্রহর গুনছে দলীয় নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দ নিরবতার মধ্য দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা কাউন্সিলরদের মন জয় করতে এবং দলকে সুসংগঠিত করতে দলীয় নেতৃবৃন্দদেরকে নিজেদের আয়ত্বে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০১২ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, জেলা কমিটি এখনও কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ করেননি। তবে জানুয়ারি মাসের যেকোন সময় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, করোনা ভাইরাসের কারণে ওই উপজেলায় কাউন্সিল একটু পিছিয়ে আগামি ২০২১ সালের জানুয়ারি মাসে যেকোন সময় অনুষ্ঠিত হতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার