মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে বিশা (৩২) নামের একজন কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার পিছনে বসে থাকা ব্যবসায়িক পার্টনার গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকালে মুজিবনগর উপজেলার রশিকপুর ভবানিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশা রশিকপুর গ্রামের মৃত তছেন খার ছেলে।
স্থানীয়রা জানায় বিশা খা ও তার পার্টনার একসাথে কাচামালের ব্যবসা করতো। ব্যবসায়িক কাজে তার পার্টনার রশিকপুরে আসে। কাজ শেষে বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মুজিবনগর থানার ওসি হাসেম আলী জানান, ঘটনা শোনার পর মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন