মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে শরীয়তপুরে তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা পুলিশ ও খুশীর হাট সংগঠনের আয়োজনে বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস.এম. আশ্রাফুজ্জামান প্রধান অতিথি থেকে এই শীতবস্ত বিতরণ করেন। শীতবস্ত্রসহ তাদের হাতে প্রসাধনীও তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় বিশেষ অতিথি ছিলেন খুশির হাট সংগঠনের নির্বাহী পরিচালক কিশোয়ার জাবীন, সমাজ কর্মী নুশায়বা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, হিজরারাও সমাজের সাধারণ মানুষের মতো একজন মানুষ। হিজরারা নাগরিক সকল সুযোগ সুবিধার অধিকারী। কিন্তু সামাজিক ভাবে সেই হিজরারা অবহেলিত। নারী ও পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি তেমনি হিজরারাও। মহান আল্লাহ নিজের পছন্দেই হিজরাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তাদের অবহেলা করি এবং হিজরা বলে গালি দেই।
তিনি আরও বলেন, আমি আশা করব এই ধরণের মনমানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। হিজরাদের বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হিজরাদের প্রশিক্ষিত করে সাবলম্বী করা হবে। সমাজের অন্য সকল মানুষের মতো তাদেরও বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। যে সকল হিজরা পড়ালেখা করে তাদের সকল প্রকার শিক্ষা ব্যয় মুক্ত করার জন্য কাজ করব।
শীতবস্ত্র ও প্রসাধনী পেয়ে হিজরা সরদার মিলন, হিজরা সদস্য রূপা, নিপা, শিলা, নদী, শান্তা, কবিতা. শাবনুর, টুনি, রিতিকা, স্বপ্না, সাথী, ইশা, বুবলী, ও মুনমুন জানায়, তারা সমাজে অবহেলিত ও নির্যাতিত। তাদের সাথে সমাজের মানুষ খুব খারাপ আচরণ করে। তারা যে দোকানে চা খায় সেই দোকানে অন্য ক্রেতা যেতে চায় না। ইতোমধ্যে তাদের এক সদস্যকে কুপিয়ে বাড়িতে লুট করেছে দুর্বৃত্তরা। তাদের সব সময় কাজকর্ম থাকে না তখন খাদ্যের খুব সমস্যা হয়। তাদের খাদ্যের একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ