মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর পুলিশ সুপারের পক্ষ থেকে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-২০২০ প্রদান করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এই সময় জেলা পুলিশ সদস্য যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, যে সকল বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় মৃত্যুবরণ করেছেন এমন ২১টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওণের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার, সংবর্ধিত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নূরে বোরহান শাহ, সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ, সত্যজিৎ ঘোষ প্রমূখ।
সংবর্ধনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা আত্মহুতি দিয়ে দেশ স্বাধীন করেছেন পুলিশের সফলতার পিছনে তাদের অবদান বেশি। আজ স্বাধীন দেশের পুলিশ বাহিনী উন্নত বিশ্বের চাইতেও বেশি সুবিধা গ্রহণ করেন। সবচাইতে বড় বিষয় হলো বাংলাদেশ পুলিশ জাতীয় বিশেষ বিশেষ দিনে আপনাদের স্মরণ করবে। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-এই শ্লোগান বুকে ধারণ করে আমি বলছি, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধারা। আপনারা আমাদের মনোবল ও প্রেরণা যোগান দিবেন তাহলে পুলিশ বাহিনী দৃঢ়তার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবে।
এই সময় সংবর্ধিত হয়েছেন সদর উপজেলার এএসআই আ. রাজ্জাক সরদার, কনষ্টেবল আ. কাদের, আহাদ আলী খান ও মৃত খলিলুর রহমান, আ. খালেক বেপারী এবং নুর মোহাম্মদ মাদবরের পরিবার। জাজিরা উপজেলার আ. করিম দেওয়ান ও সুলতান আহমেদ। নড়িয়া উপজেলার আক্কেল আলী মাতব্বর, ওসমান আলী ঢালী, নুরে বোরহান শাহ, আবুল হাসেম বেপারী, আবুল হাসেম মিয়া, আব্দুর রশিদ মোল্লা, ওমর আলী খলিফা, শাহ জাহান আলী, এসআই মো. নুরুল ইসলাম ও সুবেদার মো. মঙ্গল হোসেন খান। ডামুড্যা উপজেলার আ. মজিদ বেপারী। গোসাইরহাট উপজেলার চৌধুরী আবুল আহম্মেদ কবির এবং সখিপুর থানার আনোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ