মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
জেলা বিএনপির খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট শাজাহান, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, আমিনুল হক বাচ্চু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই