মহান বিজয় দিবসে সিদ্ধিরগঞ্জে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিদ্ধিরগঞ্জের শুমিলপাড়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহবায়ক নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নিজাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান ভূইয়া জুলহাস, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, যুবলীগ নেতা খন্দকার মানিক মাস্টার ও মোল্লা ওহাব প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন