ভোলায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই সম্মননা প্রদান করা হয়। এ সময় ভোলা ও দৌলতখানের ১৫০ জন মুক্তিযোদ্ধা এবং অবর্তমানে তাদের সন্তানদের এই সম্মননা জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই সম্মাননার আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সহকারী কমান্ডার মজিবুর রহমান, আবু হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াছিন।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আদিল হোসেন তপু।
বিডি প্রতিদিন/আল আমীন