দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি বলেছেন, সরকার যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে, তখন রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দেশে নৈরাজ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই মৌলবাদকে শক্ত হাতে প্রতিরোধ করবে।
বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীত সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়েছে। শেখ হাসিনা সকল প্রতিকূলতার বিপরীতে দাঁড়িয়ে অকৃত্রিম দেশাত্মবোধ থেকে নিরলস প্রচেষ্টা পদ্মা সেতুকে আজ দৃশ্যমান করেছেন। পদ্মা সেতু জাতীয় জীবনে কোটি কোটি মানুষকে এক বন্ধনে আবদ্ধ করে জাতিকে করেছে আত্মপ্রত্যয়ী। সারা বিশ্বে আজ উন্নয়ন রোল মডেল হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। আর এই উন্নয়নের অগ্রগতির চাকাকে থামাতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে। উন্নয়ন অগ্রগতির পথকে বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সহ-সভাপতি সায়েদুল ইসলাম বকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন ও একেএম শহিদুল হক বাবুল।
আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক এবিএম মাহবুবুর রহমান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ আমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই