মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলা জেলার ২৪তম বিসিএস ফোরামের সদস্যরা। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সহ-সভাপতি ও বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ফরিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ও ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার।
আরও উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহাবুব আলম, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক আ আম হারুনুর রশীদ, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধি সৌধে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই