মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শহরের ফকিরাপুল, রেলস্টেশনের বিভিন্ন এলাকার গরীব-অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ২০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংক গ্রুপের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এর আগে সংগঠনটির পক্ষ থেকে ৩০ জনকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের প্রধান সমন্বয়ক প্রকৌশলী আজহার উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা, ডেইলি সানের জেলা প্রতিনিধি নিয়ামুল ইসলাম আকঞ্জি ও সাংবাদিক মাইনুদ্দীন রুবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর