কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বরগুনা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বরগুনা জেলা সভাপতি মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক তপন চন্দ্র মিত্র, সিনিয়র সহ-সভাপতি ইদ্রিসুর আলম, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান মন্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আ. রাজ্জাক, প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি, খালেদা আক্তার, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। পাশাপাশি আগামীতে যাতে কেউ এধরনের কাজ করতে না পারে সেই জন্য সবাই সতর্ক থাকার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর