গাজীপুরের কোনাবাড়িতে ইদুরের ওষুধ খেয়ে সনিয়া (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় কথা মনি (৫) নামে আরেক শিশুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত সনিয়ার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার তাড়াবাড়ির সফিকুল ইসলামের মেয়ে। আহত কথা মনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বালিশা বাড়ির দুলালের মেয়ে। আজ শনিবার সকালে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আবু সিদ্দিক জানান, সকালে উভয়ের পরিবারের লোকজন কর্মস্থলে চলে যান এমন সময় ফাকা বাসায় ইঁদুরের ওষুধ চিনি মনে করে এক শিশু আরেক শিশুকে জোর করে খাইয়ে দেয়।
এতে গুরুতর অসুস্থ হলে প্রথমে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সনিয়ার মৃত্যু হয় এবং কথা মনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর