বরগুনা থেকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ এফবি হয়রত কায়েদ (র.) নামের একটি ট্রলার নিখোঁজ হয়েছে।
ট্রলার মালিক বরগুনার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ৭ ডিসেম্বর গুলিশাখালী থেকে প্রতিবারের মত মাঝি ফারুক ১৭ জেলেকে সঙ্গে নিয়ে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ মাছ শিকারে যায়। ১২ দিনের খাবারের জন্য চাউল, ডাল সবজি তারা নিয়ে যায়। প্রতি পর্বে ১০-১২ দিনের মধ্যে ট্রলার ঘাটে ফিরে এলেও এবার ১৪ দিন অতিক্রম করলেও ট্রলারের অবস্থান জানা যায়নি।
তিনি জানান, ট্রলারের মাঝি বা জেলেদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। সোমবার ট্রলার মালিক বরগুনা থানায় ১৮ জেলে নিখোঁজের বিষয়ে সাধারণ ডাইরি (জিডি) করেছেন। নিখোঁজ ট্রলারের মাঝি ফারুকসহ ৭ জনের বাড়ি ভোলা জেলায় ১১ জনের বাড়ি বরগুনার গুলিশাখালী।
বিডি প্রতিদিন/কালাম