‘আমরা আমাদের পাশের শীতার্ত মানুষের শীত নিবারণে সাধ্যমতো পাশে থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। আজ সোমবার দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ৬শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। এ সময় শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন শীতার্ত মানুষগুলো।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসান শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন