নরসিংদীতে ডিজিটাল রেকর্ড রুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেকর্ড রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী এমপি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
এসময় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাউছার আজিজ, রেভিনিউ ডেপুটি কালেক্টর আসসাদিক জামান ও জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার