নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশের পরিচয় পেয়েছে পুলিশ। নিহতের নাম সাগর। সে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার আমবাগান এলাকার মৃত. আলী হোসেন ও মৃত. হালিমা বেগমের বড় ছেলে। সাগর ব্যাটারী চালিত অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন। ঘাতকরা তাকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে।
নিহতের চাচী জায়েদা বেগম জানান, সাগরের বাবা ও মা অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকে সাগর ও তার ছোট ভাই ইয়াসিনকে আমিই লালন পালন করি। এক বছর হয় সাগর ইজিবাইক চালিয়ে ভালো উপার্জন করে। সকালে ইজিবাইক নিয়ে বের হয় বিকেলে বাসায় চলে আসে। সোমবার সকালে বের হয়ে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সন্ধ্যার পর শুনতে পেয়েছি সাগরকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল নিয়েগেছে দুর্বৃত্তরা। এই এতিম সন্তানকে হত্যার বিচার চাই।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত কিশোরের চাচি জায়েদা বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছে। চেষ্টা করছি দ্রুতই দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার।
বিডি প্রতিদিন/এ মজুমদার