নোয়াখালীর চাটখিলে এক রিকশা চালককে হত্যা করে লাশ রাস্তার পাশের বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির নাম নুর আলম (৩০)। তিনি চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ছয়ানী গ্রামের মৃত আলী আহমদের ছেলে। নুর আলম ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
জানা যায়, উপজেলার ধর্মপুরের গনি বাড়ির রাস্তার পাশের বাগানে স্থানীয়রা নুর আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই