চট্টগ্রামে ফরিদুল আলম নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফৌজদারহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফরিদুল একই এলাকার ফজলুল হকের ছেলে।
সীতাকুন্ড থানার ওসি ফিরোজ মোল্লা বলেন, স্থাানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ফরিদুলের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করে পুলিশ। এটি খুন নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/আল আমীন