খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। মোংলায় ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়দিন উদযাপন করেছে খ্রিস্টান সম্প্রদায়। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় শুরু হয় গীর্জায় গীর্জায় ধর্মীয় রীতি অনুযায়ী ঘন্টা বাজানো। ঘন্টা বাজানোর সাথে সাথে গীর্জা এলাকায় জড়ো হওয়া খ্রিস্টানরা ঢুকতে শুরু করেন গীর্জার অভ্যন্তরে।
এরপর শুরু হয় বিশেষ প্রার্থনাসহ নানা আচার। শুরুতেই যিশু খ্রিস্টকে স্মরণ ও করোনাভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় দেশ এবং জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেহলাবুনিয়া গীর্জার (সাধু পল ক্যাথলিক মন্ডলী) পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল। প্রার্থনা করা হয় ফাদার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যেও। শেহলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গীর্জাসহ অনন্ত ৪৩টি চার্চে একসাথে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ এ প্রার্থনা।
এছাড়া শুক্রবার সকাল থেকে শেহলাবুনিয়া, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গা, রামপালসহ জেলার ৪৩টি চার্চে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়। বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের উপসনালয় ও বাড়ি-ঘরগুলোতে জাকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পায়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই বড়দিন উৎসব উদযাপন করেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন।
বিডি প্রতিদিন/আল আমীন