দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে দুই ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট হাঁসহাটি সড়কে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে সিদ্ধার্থ কুমার (২২) ও একই এলাকার রঞ্জিত কুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় (২১)।
খানসামা উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান লিটু ও আবু হেনা সাংবাদিকদের জানান, খবর পাই দু’জন ছেলে ইয়াবা নিয়ে পাকেরহাটে অবস্থান করছে। কৌশলে দুজন ইয়াবা ব্যবসায়ীকে আমরা ইয়াবাসহ হাতেনাতে আটক করি। পরে তাদের কাছে আটককৃত ইয়াবাসহ খানসামা পুলিশের হাতে সোপর্দ করি।
ছাত্রলীগ নেতারা আরও বলেন, আমরা চাই খানসামা থানা মাদকমুক্ত থাকুক। খানসামা উপজেলায় কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। ছাত্রলীগের কোন নেতাকর্মীও যদি মাদকের সাথে জড়িতের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে খানসামা থানার এসআই মোতাহার হোসেন জানান, ছাত্রলীগের নবগঠিত কমিটির কয়েকজন নেতা খবর দেয়, তারা ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। খবর পেয়ে ৮৫ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করি।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর