পিরোজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা পুলিশি বাধার মুখে পন্ড হয়ে গেছে। শনিবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হলে পোষ্ট অফিস সড়কে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়।
পরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার