কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা ন্যাপের সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে কিশোরগঞ্জে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু।
সভায় অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূইয়া, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক খান সাজন, অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক, শিক্ষক আবুল হাসেম, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক স্বপন কুমার শ্যামল, গিয়াস উদ্দিন খান মিলকী, সাংবাদিক মু. আ. লতিফ, সাংবাদিক মোস্তফা কামাল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, তৌকিরুজ্জামান তাকী প্রমুখ।
শোকসভা পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল হাই।
উল্লেখ, গত ২২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন